বিজ্ঞানের বিস্ময় আবিষ্কার
------------------------------------
-------শিব পদ রায়
বিজ্ঞানের আবিষ্কার মানব কল্যানে,
জীবনযাত্রা হলো মহান বহুগুনে।
মানুষের চাহিদা পূরনে অবদান,
মূহুর্তে সবকিছুর হচ্ছে সমাধান।
বৈজ্ঞানিকের দান অনস্বীকার্য ভবে,
সব কর্মে প্রযুক্তির ব্যবহার পাবে।
অতি অল্প সময়ে ইন্টারনেটে হচ্ছে,
সর্ব তথ্যাদীর স্যলুশান খুঁজে পাচ্ছে।
মাথার ঘাম পায়ে ফেলে যা করা হতো,
সহজে প্রযুক্তিগত জ্ঞান ব্যবহৃত।
বিবেক বুদ্ধি বহু জাগ্রত মহাবিশ্বে,
অনায়াসেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিমেষে।
আরো এগিয়ে যাবে বর্তমান এ জগৎ,
মানবিকতার মূল্যবোধ হবে বৃহৎ।
উন্নতির চরম শিখরে পৌঁছে যাবো,
সেদিন দূরে নয় চাওয়া মাত্র পাবো।
তাং- ১৪/১২/২৪ ইং