বিজ্ঞানের আবিষ্কার
----------------------------------
---------শিব পদ রায়
বিজ্ঞানী আবিষ্কার অতি বিষ্ময়কর,
উন্নত বিশ্বের বিনির্মানে কার্যকর।
চন্দ্রাভিযান যেতে ছিল সদা কল্পনা,
বাস্তবে মনুষ্য জয় স্বার্থক সাধনা।

নিউটনের তৃতীয় সূত্রে রকেট চলে,
পৃথিবীটা বড় চুম্বক গগন তলে।
প্রতিটি বস্তু পরস্পরকে বলে টানে,
মাধ্যাকর্ষণ কাজ করে ঐক্যতানে।

কম্পিউটার নেটওয়ার্কে বিশ্বমান,
তথ্য বিনিময়ে হয় আদান-প্রদান।
কাজের অগ্রগতি সাধিত মূহুর্তে,
প্রযুক্তিগত উদ্ভাবন সমাধা সাথে।

মানুষের মধ্যে যে অনুভূতি আবেগ,
মেরু থেকে মেরুতে তড়িৎ যোগাযোগ।
পারমাণবিক অস্ত্রতে বিশ্ব উন্নত,
বিশ্বকর্মে একদিন হবে ব্যবহৃত।

      তাং- ০৮/১০/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।