বিধির বিধান
---------------------------------
-------শিব পদ রায়
সময়ের অপেক্ষারই পালা
ধৈর্য্যেরই ব্যাপার,
লক্ষ্যে পৌঁছাতে তাৎক্ষণিক পরে
বিধান বিধাতার।

জীবনের স্রোতে ভাসিয়ে নৌকা
পাল তোলার পরে,
সুলক্ষণে বাইতে হয় তরী
ঘাটে ভিড়ানো তরে।

চেষ্টা যার ভিতর অহরহ
সব উজাড় করে,
শেষের সময়টুকু পর্যন্ত
পৌঁছে বিধির বরে।

অধ্যবসায় ও ঐক্যসাধনে
চরম মূহুর্তেই,
বিধির বিধানে সফল হয়
দেখি সর্বকাজেই।

       তাং- ২৫/০৬/২৪ ইং
    শিরোমণি, খুলনা।