বিদ্যার্জন
---------------------------------
-------শিব পদ রায়
বিদ্যা বিনয় দান করে সদা,
বিকশিত হলে বাড়ে মর্যাদা।
সুপ্ত প্রতিভা যত বিনিময়,
জ্ঞানের পরিধি বিস্তৃত হয়।
অস্ত্র ঘষলে চকচক করে,
জ্ঞানীর কথা শোনো মন ভরে।
যত করবে জ্ঞান অন্বেষণ,
জানার ইচ্ছা হবে প্রয়োজন।
বিদ্বান ব্যক্তি সবারই প্রিয়,
কৃতিকর্ম বিলিয়ে দেন স্বীয়।
সকলের কাছে অতি আপন,
সবারই হন শ্রদ্ধাভাজন।
বিদ্যার্জনে করেন বিশ্বজয়,
ধরার সবে নিকট আত্মীয়।
হেন ব্যক্তি সরল প্রকৃতির,
অনুসরন হোক পরষ্পর।
তাং- ০৬/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।