বিদায় বেলা
-----------------------------
----------শিব পদ রায়
বিদায় বেলায় যা পেয়েছি
প্রাপ্তিতে হোক কিছুটা জমা,
সান্ত্বনার স্থান যেন থাকে
ঈশ্বর করিও মোরে ক্ষমা।
তোমাকে চিনতে দেরি হলো
কি দিয়ে পূজিব ভগবান,
অধমের নেইতো সে জ্ঞান
ব্রজের ধূলায় দিও স্থান।
নিরালায় ধ্যান মগ্ন চাই
ঠাঁই দিও রাতুল চরণে,
সুখের দিনে ভুলে না যাই
রাখিও এই দাসেরে মনে।
শেষের দিনে এ নামামৃতে
দয়াল তোমার প্রীতি চাই,
জায়গা দিও তব হৃদয়ে
ভবপারে মোরে দিও ঠাঁই।
তাং- ১৮/০৩/২৪ ইং
নিমতলা, কেশবপুর, যশোর।