বিদায়
--------------------
-----শিব পদ রায়
বিদায় কথাটি বড়ই করুণ
মোদের মনে লাগে কত যে ব্যথা,
সব কথা ভুক্তভোগীই জানেন
এমনই বুঝানো কেবলি বৃথা।
বিদায় ক্ষণ যত ঘনিয়ে আসে
মর্মে মর্মে উপলব্ধি বেড়ে চলে,
জীবন সায়াহ্নে হিসাব মিলানো
হৃদয় কাঁদে অন্তরে অন্ত:স্থলে।
যেতে নাহি দিতে চায় না এ মন
তবুতো যেতে দিতেই তাকে হবে,
সময় হলে সবই কার্যকর
পিছন দিকে ফেরা নাহি সম্ভবে।
ছেড়ে যেতে আদৌ ইচ্ছে নাই
ডাক হলে যেতে বাঁধা রবে না,
কর্তব্য কর্মে অবহেলা নয়তো
বিদায় বেলায় না হয় বেদনা।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।