বিচিত্র মানুষ
-----------------------------
-------শিব পদ রায়
কত রকমের মানুষ দেখলাম
এ দুনিয়া বোঝাই,
তিড়িং বিড়িং তাইজেল নাচরে
করে খায় কামাই।
শ্রম দিতে হাটে সেজন শুধু
নিত্য নব পয়সা,
হাট থেকে কিনে আনে প্রত্যহ
যায় না তার নেশা।
নিত্যনতুন দোকান দেয় যে
দৈনিক বেচাকেনা,
লাভের অংশ সুদে কারবার
কত ফূর্তি বায়না।
ফাঁকি দেওয়ার মানুষ যারা
সকল কর্মে চুরি,
খারাপ অভ্যাস যায় না তার
কেবল বাহাদুরী।
আজব দুনিয়ার কারখানা
আছে যে যার মত,
হিসাব নিকাশ দিতে হবেতো
হাশরে বিধিমত।
তাং-৩১/১২/২৪ ইং