ব্যর্থতা
---------------------------------
-------শিব পদ রায়
ব্যর্থতা সফলতার মূল চাবিকাঠি,
ইঁদূর কপালে যারা তারা হয় খাঁটি।
ওস্তাদের মার শেষ রাতে মিথ্যা নয়,
বাস্তবে প্রমাণ দেখতে পাওয়া যায়।

অন্ধকার আছে বলে আলোর গুরুত্ব,
মন্দ  আছে বলে পাই ভালোর মাহাত্ম্য।
যারা আঘাত পায়নি শক্ত হয় না,
আঘাত পেলো যে সহিতে পারে যন্ত্রনা।

প্রকৃত প্রেমের পরীক্ষায় পাশ করে,
চন্ডীদাশ রজকিনীর বার বছরে।
ধৈর্য্য আছে যার সে কখনোই হটে না,
বার বার ব্যর্থতায় বিফল হয় না।

ভুল করে যারা তার মাশুল দিতে হয়,
ভুলেই শুদ্ধতা আসে তুখোড় পরিচয়।
ব্যর্থ হয়নি তারা সফলতা দেখেনি,
ব্যর্থ প্রেম ঘরে ফেরে অহরহ জানি।

         তাং- ২৭/০৬/২৪ ইং
         শিরোমণি, খুলনা।