বর্তমান প্রেক্ষাপট
-------------------------------------
--------শিব পদ রায়
বর্তমান প্রেক্ষাপটে নব চেতনাতে,
এগিয়ে যেতে হবে,
পিছনের সুযোগ নেই নিত্য আবর্তে
নিজেকে বদলাবে।
যে কোন কার্যক্রমই নেট পরিচক্রে,
দারুণ অগ্রগতি,
মহাবিশ্বে পাল্টাপাল্টি প্রতিযোগিতায়
সমুন্নত প্রগতি।
সাবধান বজ্জাতি থেকে দূরেই থাকো
রইবে খুব ভালো,
ভালো মানুষের সান্নিধ্য লভিতে তবে
অর্জন করো আলো।
বৈজ্ঞানিকের সুদূর প্রসারি চিন্তা
মনুষ্য বিচরণ,
আকাশ পাতাল সমুদ্র অতল জয়
মাণিক্য অর্জন।
তাং- ০৫/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।