বড়দিন
-------------------
-------শিব পদ রায়
যীশু খৃস্টের জন্মদিন হলো
বড়দিন উৎসব,
বিশেষ প্রার্থনার আয়োজন
যুগান্ত মহোৎসব।

কেক কাটা পিঠার ধূম পড়ে
শুরু শুভসূচনা,
মোমবাতি জ্বালানোর মাধ্যমে
ঈশ্বরের প্রার্থনা।

গীর্জার ঘন্টাও বাজানো হয়
সাংস্কৃতিক অর্চনা,
দিনব্যাপী স্রষ্টার আরাধনা
ধর্মীয় আলোচনা।

বিশ্বমানবের শান্তি কামনা
অনন্য ধ্যান জ্ঞান,
সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি
হউক অনুশীলন।

   তাং- ২৫/১২/২৪ ইং