বড় যদি হতে চাও
----------------------------------------
---------শিব পদ রায়
বড় যদি হতে চাও ছোট হও তবে,
নিজেকে কভূ জাহির না করিও ভবে।
বড় হতে অনেক গুণের দরকার,
চলন কথা বার্তা বিনয়ী ব্যবহার।

ছোটকে সম্মান দিলে পরে প্রাপ্তি ঘটে,
দিতে যে পারে না তার ভালে নাহি জোটে।
ভালবাসা পেতে চাও আগে দেয়া শেখো,
ভদ্রতায় শিষ্টাচারে মন মধ্যে থাকো।

সবার কাছে শেখার আছে দুনিয়ায়,
শিখতে বয়স লাগে না জেনো নিশ্চয়।
তাই মূল্যায়ন করতে হবে সবারে,
তবে সুখশান্তি সুসম্পর্ক ঘরে ঘরে।

ইটকেল মেরে পাটকেল খেতে হয়,
স্বীয় সম্মান নিজে রেখো মানবতায়।
ছোটদের ভালবেসে গড়ে তুলি রত্নে,
বড় হয়ে সম্মানে রাখবে তব যত্নে।

আপনি ভালো হলে জগৎ হবে উদার,
পৃথিবীর সবে আত্মীয় সচরাচর।
যার কেউ নেই তার আছে স্বয়ং ঈশ্বর,
ভাল ছেড়ে মন্দ করলে বিফল তার।

যুক্তি তর্ক দিয়ে জেতা যায় লাভ নয়,
আসলে লোকসান ফাঁকির পরিচয়।
হিংসা মানুষকে ঘটায় অধ:পতন,
সময় থাকতে পথে ফিরে আসা বিধান।

       তাং-৩০/০৩/২৫ ইং