বনভোজন
-----------------------------
---------শিব পদ রায়
বনভোজন বনভোজন
         করবে সবাই আয়োজন,
শাখ অন্ন মিঠাই মিষ্টান্ন
         যখন যেটুকু প্র‍য়োজন।

পিকনিকে বেঁধে জোট
           নন্দিত আনন্দঘন স্পট,
আনন্দেতে উদ্বেলিত তট
            অভিজ্ঞতায় হবে সম্রাট।

আনন্দঘন এ পরিবেশে
             সবার সংগে শুভেচ্ছা শেষে,
সখের ভ্রমণ হবে নি:শেষে
             চিত্তাকর্ষক হবেই অবশেষে।

এক সংগে একই কাতারে
            খেতে বসলে  লাইন ধরে,
পিকনিকে আলাদা অনুভূতি
             মনে রবে জীবনটা ভরে।
    তাং- ৩০/০১/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।