বাণী বন্দনা
----------------------------------
---------শিব পদ রায়
মাতা সরস্বতীর আরাধনার দিন,
বছর ঘুরে মা পূজিত শুভ লগণ।
শিক্ষার্থীর অংশ গ্রহণে মাতৃবন্দনা,
ভালো রেজাল্ট করার সুদৃঢ় ভাবনা।
কেবলি অনুশীলন অধ্যয়ন যত,
মায়ের কৃপা বর্ষিত হবে অবিরত।
পরিশ্রম কখনো হবে না বিফল,
বাগদেবীর আশির্বাদে পাবে সুফল।
ধ্যান জ্ঞান পঠন পাঠন থাকে মন,
অর্জিত হবে বিদ্যাশক্তি শুভলক্ষণ।
বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কন্ঠেতে লাগো,
যা কিছু লিখিপড়ি স্মরণ হয় মাগো।
জ্ঞান বুদ্ধি কিছু নাই থাকি অন্বেষণে,
অনুগ্রহে দিও ঠাঁই রাতুল চরণে।
বীণারঞ্জিত পুস্তক হাতে জ্ঞানদান,
তব স্তুতিতে হোক ভক্ত ইচ্ছা পূরণ।
তাং-০২/০২/২৫ ইং