বাংলার মাটি
--------------------------
--------শিব পদ রায়

বাংলার মাটি সবচেয়ে খাঁটি,
সুন্দর পরিবেশ পরিপাটি।
নির্মল বাতাস নীল আকাশ,
স্নিগ্ধ সুন্দর বয় যে নিশ্বাস।

বাংলার জল বাংলার ফসল,
সোনালি ধানে চাষা মশগুল।
দোয়েল কোয়েল ময়না শ্যামা,
কলকাকলী গান সারেগামা।

এদেশে জন্মেছি বলে গর্বিত,
মিলন মেলায় মোরা মিলিত।
সোনার দেশের সোনার মাটি,
সবুজ বনানীতে করে খাঁটি।

এই মাটিতে দেই গড়াগড়ি ,
কুড়িয়ে নি যেন পারের কড়ি।
জন্ম মাগো হোক পূর্ণ স্বার্থক,
বাঙালির স্বপ্ন পূরণ হোক।
          তাং- ৩০/০৪/২৪ ইং
    চুকনগর,ডুমুরিয়া, খুলনা।