বাংলাদেশ
-----------------------
-----শিব পদ রায়
সুজলা সুফলা সোনালি দেশ আমার,
সেই যে দেশ রুপের শেষ নেই যার।
হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান থাকি,
এক সাথে লেখাপড়া মিলনে দেখি।
একে অপরের সনে মোরা ভাই ভাই,
মিলেমিশে আছি সবে সুখে দু:খে তাই।
সকলে একত্রে দেশটাকে ভালবাসি,
আনন্দে কাটাতে চাই রব হাসিখুশি।
উন্নত সম্মৃদ্ধ সোনার বাংলা গড়িব,
সবার ঐক্য প্রচেষ্টায় এগিয়ে যাব।
ক্রিকেট ফুটবলে এদেশ উচ্চতায়,
বিশ্ব মহারণে আনবে ছিনিয়ে জয়।
এদেশ নিয়ে গর্ব সবার অধিকার,
বাংলাদেশ তাই আমাদের অহংকার।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।