বাংলা ভাষা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
বাংলা আমার গর্ব পূর্ণ বিশ্বাস।
এ ভাষাতে কথা বলি পড়ি লিখি,
মনের কথা প্রদানে হই সুখী।
ভাষায় নিত্য দোলে মন আমার,
বাংলা গানে হৃদয় ভরে সবার।
এত অমৃত মাখানো এ ভাষাতে,
কোমর দোলানো মন ওঠে মেতে।
কি যাদু মিশ্রিত আছে বাংলা গানে,
ভাটিয়ালি সুরে মাঝি দাঁড় টানে।
আনন্দে নেচে গেয়ে মুগ্ধ বাঙালি,
মধুমাখা সুরেই গড়ে মিতালী।
বিশ্বের বুকে বাংলা চির অম্লান,
সজোরে জাগ্রত বিশ্বব্যাপী মান।
মোরা তাই গর্বের জাতি জগতে,
সারা বিশ্বে গাবে গান এ ভাষাতে।
তাং-১২/০২/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।