বাংলা নববর্ষ
----------------------------------
--------শিব পদ রায়
পহেলা বৈশাখ নববর্ষ দিনে,
জানাই শুভেচ্ছা ও অভিনন্দনে।
পূরাতন গ্লানি সুখ দু:খ মুছে,
নব আনন্দে জাগো রবে না পিছে।

সৌহার্দ্য ও সম্প্রীতির সুবন্ধনে,
ভেদাভেদ ভুলে রবো ঐক্য মনে।
সবারে কাঁধ মিশিয়ে আলিঙ্গন,
সৃষ্টি হবে অনিন্দ্য বাতাবরণ।

সবার সাথে মিলে হই একত্রে,
ঘুচে যাক ভ্রান্তি রব একছত্রে।
পহেলা বৈশাখ আনুক হৃদ্যতা,
রবে না কলহ দ্বেষ ব্যকুলতা।

সবার জীবন হোক মধুময়,
সুখ সমৃদ্ধি নীরোগই পাথেয়।
এসো হে বৈশাখ প্রতি বর্ষ ঘুরে,
সব ভালো কাটুক হৃদয় দ্বারে।
      তাং- ১৪/০৪/২৪ ইং
শিরোমণি, ডুমুরিয়া, খুলনা।