বন্ধুত্ব
---------------------------------
--------শিব পদ রায়
সদ্ভাব বন্ধু উত্তম জেনো
অন্য কেউতো নয়,
বজায় রাখা ঢের কঠিন
বুঝে চলতে হয়।

বন্ধু হলে উপকারে আসে
সেটা সম্ভব নয়,
অপকার বন্ধু জোটে বেশি
দু:সময়ে না রয়।

বিপদ বন্ধু প্রকৃত বন্ধু
মিলানো যে কঠিন,
স্বার্থ ফুরালে কেটেই পড়ে
কারণে অকারণ।

গাছে উঠাতে পারে সবাই
কেউ নামাবে নাতো,
স্বার্থেসিদ্ধির জন্যেই ঘোরে
কেটে পড়ে সর্বতো।

      তাং- ০১/০৬/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।