বৈশাখের আহবান
---------------------------------------
----------শিব পদ রায়
বৈশাখের আহবান হে চির নূতন,
তোমাকে করি মনের মত আলিঙ্গন।
তুমি আসো জীবনে আলোর ছটা নিয়ে,
মন করো আলোড়িত শান্তি বার্তা বয়ে।

হৃদয় অনুপ্রাণিত তব আগমনে,
মোদের দীপ্ত শপথ সৃষ্টি সুধা গানে।
সবার মধ্যে জাগরিত ভ্রাতৃত্ব বোধ,
পরষ্পরের সম্প্রীতি ও মমত্ববোধ।

নব সাজে শুরু জীবনের জয়গান,
ঐক্যবন্ধনে মোদের দৃঢ় অবস্থান।
হিংসা দ্বেষ হানাহানি পরিহার করে,
বাস করি শান্তির এক পৃথিবী দ্বারে।

আমরা অঙ্গীকারে আবদ্ধ হই ঐক্যে,
সকলের মধ্যে সদালাপ হোক বাক্যে।
স্রষ্টার প্রতি হউক আত্মসমর্পণ,
সবার মধ্যে হয় অবাধ বিচরণ।

   তাং-১৭/০৪/২৫ ইং