বহু বিবাহ
------------------------------
--------শিব পদ রায়
বহু বিবাহ মানুষকে বিনষ্ট করে,
জীবনকে দুর্বিসহ করে অভ্যন্তরে।
অভিসম্পাতে পরিণত হয় জীবন,
মানসিক অশান্তি বিরাজে সর্বক্ষণ।

ঘনঘন তালাক মৃত্যু যন্ত্রণা ডাক,
দোজখে গিয়েও হবে না মনের সুখ।
জ্বলে পুড়ে নি:শেষ মূহুর্তে তছনছ,
সন্তান হয় নিরুপায় মন সংকোচ।

স্বভাবের হয় অভাব পাল্টে সকর্ম,
মানসিকতা বদলায় বোঝায় মর্ম।
নিজত্ব থাকে নাতো যাযাবর যাপন,
বিভিন্ন টেনশনে ঘনিয়ে আসে ক্ষণ।

অনাবশ্যক বিয়ে সকল শান্তি নাশ,
সংসার পরিতাপের সব সর্বনাশ।
দূর্লভ মানব জন্ম পাবে কিনা আর,
পরিকল্পিত সংসার সুখের আধার।

     তাং- ১৬/০৬/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।