ব্যবহার
----------------------------
-------শিব পদ রায়
সবারে বাসরে ভালো   যাবে যে মনের কালো,
            পাবে নতুন আলো।
আচরণই নন্দিত      সাবলীল সাধ্যমত
             সবাই হবে ভালো।

সবারে করি স্বজন       করবে সদা যতন
                    মধুর আলাপন,
নম্র ভদ্র ব্যবহার           নিজেকে করে উদার
                   প্রত্যেকেই আপন।

অহিংসা পরম ধর্ম            জানা উচিৎ সেই মর্ম
                   পরষ্পরের ভাই,
পরধর্মসহিঞ্চুতা                থাকে জানি কৃতজ্ঞতা
                    বিপদে পাশে পাই।

নীতিতে অটুট থাকা        ঈশ্বরকে মনে রাখা
                    অসীম ধৈর্য্যকারী
করো যদি তার আঁশ          না ছাড়ো তাঁরই পাশ
                      তোমাকে কৃপা করি।

          তাং- ০৬/০৫/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।