অযোধ্যার রাম মন্দির
--------------------------------
---------শিব পদ রায়
ঐতিহাসিক বাইশ জানুয়ারি,
অযোধ্যায় প্রতিষ্ঠা রাম কাণ্ডারী।
ত্রেতা যুগেরই রাম অবতার,
লক্ষণ ভরত শত্রুঘ্ন সহোদর।

ভারত প্রধানমন্ত্রী শুভ লগ্নে,
পবিত্র শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণে।
জাতি ধর্ম বর্ণ শেষে উদ্বোধনে,
অমিত সম্ভাবনা জাগান মনে।

বহু প্রতিক্ষিত কারুশিল্পায়নে,
পাথর খোদাই করে বিনির্মাণে।
রাম জন্মভূমি পূর্ণ তীর্থস্থানে,
পূর্ণার্থীরা যাইবেন পূর্ণার্জনে।

দীর্ঘ পাঁচ বছরে বাস্তবায়ন,
সবাই পবিত্র মন্দির দর্শন।
জেগেই উঠবে বিশ্ব সনাতন,
ঘরে ঘরে হোক শ্রীরাম সাধন।

     তাং- ২২/০১/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।