অভাব
----------------------------------
-------শিব পদ রায়
অভাব অনটন লেগেই আছে সদা,
দ্রব্য মূল্য উর্ধ্বগতি নাইতো কায়দা।
পেটে ভাত জোটে না অনেকের দেখিতো,
অভাবের তাড়নায় হয় শশগত।
আয় ছাড়া ব্যয় বেশি দেখিবারে পাই,
শান্তি বিলীন হচ্ছে খোরাকের বোঝাই।
অভাবে স্বভাব নষ্ট প্রায় পরিবারে,
সুখ লাগি বাসা বাঁধে যায় ছারেখারে।
জীবন দুর্বিসহ হয় না সংকুলান,
মূল্য নিয়ন্ত্রণ না হলে যায় যে মান।
সবাই পরিশ্রমী হলে কষ্ট যাবে দূরে,
তবেই সুখশান্তি বিরাজিত ঘরে ঘরে।
তাং- ০৯/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।