আত্মতৃপ্তি
-------------------------------
-------শিব পদ রায়
কর্মের ভিতর যদি ঠিক কাজ হয়,
তবে আত্মতৃপ্তি পাওয়া কঠিন নয়।
কর্ম করে যদি ভুল ত্রুটি রয়ে যায়,
মনের মধ্যে লাগে না ভালো ব্যর্থতায়।

কার্য্য অভ্যন্তরে অন্তর ভালো থাকবে,
পরিপাটি গুছানো কাজ গতি বাড়াবে।
কার্যক্রম সুন্দর বন্টন শুরু ভালো,  
পরিকল্পনায় আগালে জ্বলবে আলো।

আত্মোপলব্ধি প্রখর হলে বিধিমত,
সাজাবে নতুন জীবন মনের মত।
সমাপ্তি সুন্দর যার সব আলোকিত,
শত বাঁধা ঘুচে গ্লানি হবে বিদুরিত।

ভ্রমণ করে বিচিত্র অভিজ্ঞতা হয়
তৃপ্তি উপলব্ধি বাস্তব দর্শন পায়।
অনেক মজার হয় মানসিক তৃপ্তি,
মনের খোরাক মিটে হবে আত্মতুষ্টি।

    তাং- ২৫/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।