আত্মবিশ্বাস
----------------------------------
-------শিব পদ রায়
সর্বকাজে আত্মবিশ্বাস থাকা জরুরী,
নিজের উপর আস্থা রাখা দরকারী।
মনোবল হারালে সফলতা পাবে না,
লক্ষ্যে পৌঁছাতে রবে অনড় সম্ভাবনা।
অসম্ভব বারবার চেষ্টায় সম্ভব,
ধৈর্য্য আর আকাঙ্খায় হতে হবে সব।
যে কর্ম তুমি করবে আগে করো পণ,
কঠোর পরিশ্রমে পূরবে আকিঞ্চন।
সগৌরবে ধরো হাল ইচ্ছাতে প্রবল,
লক্ষ্যস্থলে পাড়ি জমাবে তবে সফল।
নিজেকে তৈরি করতে ভিত্তি শক্ত হবে,
কোথা অকার্য নয় সব কাজে জিতবে।
রবার্ট ব্রুস রাজ্য হারিয়ে স্বয়ং দেখে,
মাকড়সার জাল বোনা কারুকার্যকে।
যতবার ভেঙেছে জাল তত সংস্কার,
অভিজ্ঞতায় ফিরে পেল রাজ্যটি তার।
তাং- ১৪/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।