আত্মসমর্পণ
--------------------------------------
-------শিব পদ রায়
ঈশ্বরের নিকট সঁপি এই জীবন,
তাঁর আজ্ঞাবহ জীব নামে কাটে ক্ষণ।
হে পরমেশ্বর নিয়ত করছি ভুল,
ক্ষমা করিও যত অপরাধ মাশুল।

প্রতিদিন চলাফেরা হয় না সঠিক,
কিভাবে ডাকবো যে দিও জ্ঞান তাত্ত্বিক।
তোমারে না করি হেলা ওহে মহেশ্বর,
তুমি যথার্থ দিবা এ দিবা ঘনঘোর।

অহং যেন দানা না বাঁধে এই অন্তরে,
কলুষিত না হয় দেহ দিলাম তোমারে।
তব ইচ্ছায় করো পূর্ণ মনোজগত,
তোমার উপর থাকে আস্থা অবিরত।

সুসময়ে দয়াল তব ভুলে না থাকি,
কিছুতেই কারোর যেন না দেই ফাঁকি।
আমায় তুমি দিও চরণতলে ঠাঁই,
শেষ ক্ষণে পরপারে তব দেখা পাই।

       তাং- ০২/০৭/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।