অতিবৃষ্টি
---------------------------------
-------শিব পদ রায়
সর্বদা বৃষ্টি করে অনাসৃষ্টি,
মানবের দুর্ভোগ,
সারাদিন ঝরঝর বর্ষণ
নষ্ট করে আবেগ।
অতি বরষা বন্যার কবলে
মনে থাকে অশান্তি,
বানভাসি মানুষ কষ্টে থাকে
সীমাহীন দুর্গতি।
জ্বলোচ্ছ্বাস কেড়ে নেয় জীবন
অকালে ঝরে প্রাণ,
দুর্ভিক্ষের তান্ডব লেগে থাকে
দুর্বিসহ জীবন।
চতুর্দিকে তাকাই অথৈ জল
সবই একাকার,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
মুক্ত করো সবার।
তাং- ২৭/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।