আসুরিক প্রবৃত্তি
---------------------------------
-------শিব পদ রায়
হৃদয়ের মধ্যে যে আসুরিক প্রবৃত্তি ,
সেগুলোর বিনাশ হউক চাই শক্তি।
মনকে ভাল রাখতে দেয় না কখনো,
বিপথে চালিত করে সারাক্ষণ যেনো।

কুকথা কুচিন্তা মন্দ কাজ অহরহ,
মনের মধ্যে না জাগে বিকার বিগ্রহ।
যত অশুভ শক্তি ষড়রিপুর তাড়ন,
অমঙ্গল ক্রিয়াকর্ম হয় বিসর্জন।

লোভ লালসা হিংসা বিদ্বেষ হানাহানি,
সবকিছু করো মাগো বিদুরিত গ্লানি।
চৌর্য কর্মাদি না আসে দেহ অভ্যন্তরে,
পুত:পবিত্র করো সব বিনাশ করে।

সুপথে চালিত করো মনো দীপ্তশিখা,
পরার্থে কাটে যেন জীবন স্মৃতি আঁকা।
মহামিলনের গাহি গান বিশ্বমাঝে,
প্রতিষ্ঠা হবে বিশ্বশান্তি সভ্য সমাজে।

     তাং- ০৩/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।