আষাঢ়ে বর্ষা
--------------------------------------
-------শিব পদ রায়

অবশেষে বর্ষার আগমন
ঠাণ্ডা হলো প্রকৃতি,
কিছুটা হলেও পেলাম স্বস্তি
সবে পেলো নিষ্কৃতি।

প্রচন্ড তীব্র উষ্ণ সীমাহীন
চৌদিকে হাহাকার,
সব কিছুর প্রতিক্রিয়া আছে
ধৈর্য্যেরই  ব্যাপার।

কালের নেই যে নিয়ম রীতি
সব অকাল রূপ,
গরম বর্ষা আর শীতকাল
প্রকৃতির স্বরূপ।

আষাঢ় শ্রাবণ যে বর্ষাকাল
দেখা যায় না ভাব,
অনিয়ম হয়েছে রীতিশুদ্ধ
গরমের প্রভাব।

আষাঢ় শ্রাবণে ধান ভিজাতো
করতো বীজতলা,
পাতাই রোপিত শ্রাবণ ভাদ্রে
আগে এক ফসলা।

গরমে হচ্ছে তিনটে ফসল
মেশিনে তোলা জল,
সার বীজ সময়েই প্রয়োগে
বাম্পারই ফসল।

প্রকৃতি আর বিরূপ না হয়
এসো গাছ লাগাই,
সময়ে কাল সময়ে ফিরবে
আগের দিনে যাই।

       তাং- ২১/০৬/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।