আশার অন্ত নেই
--------------------------------------
-------শিব পদ রায়
মানুষের জীবনে আশার অন্ত নেই,
যতই পাবে আরও বেশি বেশি চাই।
গরীবের চেয়ে ধনীর চাহিদা বেশি,
নি:স্বের জমি স্বল্পমূল্যে ক্রয়ে প্রত্যাশী।
অর্থের অহংকারে চলা সঠিক নয়,
সংসার তছনছ জনম বিপর্যয়।
বড়াইতে কংস ধ্বংস রাবণ লঙ্কায়,
সীমানা অতিক্রম করা বিধেয় নয়।
অতি আশার জোটে না কিছু দেখা যায়,
অতিরিক্ত ইচ্ছে প্রকাশ বিফল হয়।
আগদুয়ার হয়ে কর্মে সহযোগিতা,
আনতে পারে না কোন স্বত্ব স্বার্থকতা।
নি:স্বার্থে যার কাঁদে প্রাণ দেশপ্রেমিক,
তার উপর আস্থা করা ব্যবহারিক।
যতটুকু প্রাপ্তি তার অধিক না চাই,
জীবন সংগ্রামে স্বস্থিটুকু যেন পাই।
তাং-১৩/০৩/২৫ ইং