আশা করা
--------------------------------
--------শিব পদ রায়
মানুষ যতটা আশা করবে
বাস্তবে নাও ফলে,
আবার যা প্রাপ্তি ঘটতে থাকে
সেটা রয় কপালে।
মনের সুখ যদিও না থাকে
জোর করে হয়না,
লিখে আনা চার আঙুল ভালে
বৃথা কভু যাবে না।
সুখের নিমিত্তে সবই করে
আশায় বুক বাঁধে,
প্রকৃত ভালবাসা প্রেম আনে
ঈশ্বরের সান্নিধ্যে।
পাওয়ার জন্যে নয় নি:স্বার্থে
কর্ম করতে হবে,
নিয়তি দিবে স্বাচ্ছন্দ্য সুকৃতি
সদা সম্ভাবী ভবে।
তাং- ২৯/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।