আসা যাওয়া
---------------------------------
--------শিব পদ রায়
আসা-যাওয়া প্রকৃতির নিয়ম
সদা দেখতে পাই,
মায়ার পৃথিবীতে অহরহ
বন্ধনে আছি তাই।
স্বামী স্ত্রী পোতা নাতি নাতনী
সবাই এক মনে,
একে অপরে ওতোপ্রোতো ভাবে
চলি নাড়ির টানে।
ছেড়ে আসতে চায় না মন
চাহে যে বারেবারে,
আত্মিক মোহে আবর্তিত মোরা
হৃদয়ে কড়া নাড়ে।
পারস্পরিক নিবিড় সম্পর্ক
ভালোবাসার ধন,
পৃথিবী মোদের অতি আপন
ব্যবহারের কারণ।
তাং- ০২/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।