অর্জিত বাংলাদেশ
-----------------------------------
--------শিব পদ রায়
সাত মার্চের ভাষণ
          জাতির হয় চেতন,
নতুনের উদ্দীপনা
           যুগিয়েছে জাগরণ।

মুজিবের আহবানে
           ঝাঁপিয়ে পড়ে বাঙালি,
পাক-বাহিনীর সনে
             রণাঙ্গনে দিনগুলি।

ঐতিহাসিক বিজয়
             ছিনিয়ে আনতে গিয়ে,
লাখো লাখো আত্মোহুতি
             নয় মাসে রক্ত ক্ষয়ে।

শেষে ষোলো ডিসেম্বর
              করে আত্মসমর্পণ,
অর্জিত এ বাংলাদেশ
               হেরে গেল পাকিস্তান।
   তাং- ৩০/০৩/২৪ ইং
    চুকনগর,ডুমুরিয়া, খুলনা।