আর কত ক্রন্দন
-----------------------------------
--------শিব পদ রায়
সহে না যাতনা কিসে সমাধা
কি দৃশ্য অপরুপ,
আর কত দেখতে হবে খেলা
নিয়তির বিদ্রুপ।

জগতের অভাব অনটন
লেগে থাকে যাদের,
কোন রকমেই দিনাতিপাত
নিদারুণ কষ্টের।

প্রতিদিনের আয় রোজগার
যদি না থাকে ঘরে,
তার মতো অসহায় অবস্থা
যায় থরে বিথরে।

কষ্টে যাদের জীবন কেটেছে
তাদের কষ্ট কিসে?
যাযাবর জীবন যাপনেই
দু:খ প্রাপ্তি নিমেষে।

খাদ্য দেবে দেবে ওগো বিধাতা
ক্ষুধা নিবৃত করি,
যা জোটে দুয়ারে দুয়ারে মোর
ক্রন্দনে কাটে হরি।

  তাং-০৯/০১/২৫ ইং