অনন্ত আশা
-------------------------------
-------শিব পদ রায়
মানুষের আশার শেষ নেই
অফুরন্ত চাহিদা,
দেওয়ার হাত বাড়িয়ে দিলে
জানায় ভক্তি শ্রদ্ধা।
শুয়ে পড়ে অনেক স্বপ্ন দেখে
গাড়ি বাড়ি প্রাসাদ,
গজমোতির হার গলে পরে
হয়ে গেছে উন্মাদ।
বাস্তবতা অনেকাংশে কঠিন
অমিতব্যয়ী হলে,
অধিক সম্পদ রক্ষা হয় না
ছন্ন ছাড়ে কপালে।
তাই অতি আশার ফল মন্দ
লোভকে সামলিয়ে,
অনন্ত আশার ভরসা ছেড়ে
চলি সবারে নিয়ে।
তাং- ২২/১২/২৪ ইং