আনন্দ
----------------------------------
--------শিব পদ রায়
জীবনে আনন্দে থাকা ভালো,
হার্ট ভালো থাকে জাগে আলো।
যত খুশি হাসো মন খুলে হাসো,
নি:স্বার্থে হৃদয়ে ভালো বাসো।
ভালোবাসা অপরাধ নয়,
তা ক্ষতির কারণ না হয়।
সবারে তাই বাসরে ভালো,
নইলে ঘুচবে না মনের কালো,
দুনিয়াটা খুব মস্তবড়,
খাও দাও আরো ফুর্তি কর।
স্কেলটি ধরে নিয়মে চলো,
তালে তালে হেসে মন খোলো।
টেনসন নয় হাসিখুশি,
চিন্তা নয় সদা মিলিমিশি।
কাউকে ছোট নয় বড় করি,
সকলের সাথে ভাবে মরি।
হাসি খুশিতে দিন কাটাও,
পরমায়ূটা বাড়তে দাও।
সবার সামনে নৃত্য করো,
ছন্দে ছন্দে তাই পাড়ি ধরো।
তাং- ২৭/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।