অনন্ত প্রেম
-------------------------------
-------শিব পদ রায়
অনন্ত প্রেমেতে স্থায়িত্ব বেশি
মনে প্রাণে আকুতি,
নর নারী বিভোর থাকে সত্যি
ভালোলাগা স্বীকৃতি।

দুটি মন এক অভেদ আত্মা
একই মোহনায়,
জনমে শুধু অপেক্ষার পালা
একদিনেই নয়।

এমন হৃদয় প্রাপ্তি দুষ্কর
ঠিক মণিকোঠায়,
স্নিগ্ধ অবলীলায় পারাবার
দুজন দুজনায়।

একের অন্তর্নিহিত ব্যাপার
অন্যে অনুধাবন,
লায়লী মজনুর একনিষ্ঠ
প্রেমের আলিঙ্গন।

হেন প্রেমাস্বাদন ঐশ্বরিক
খুব কম দর্শন,
স্বর্গ হতে আসে সে ভালবাসা
হয় মহামিলন।

        তাং- ০৪/০৭/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।