অমৃত ভাবনা
-------------------------------
-------শিব পদ রায়
নিস্তব্ধ নিরালায় স্রষ্টার গুনগানে,
একাকিত্বে কাটাইনু নিভৃতে কোণে।
যিনি দিয়েছেন ঠাঁই মোরে এ ভুবনে,
কেবলি ছুটছি এদিক ওদিক পানে।
মনের মন্দিরে যার অহরহ বিচরণ,
আমি চিনিতে পারিনী গোবিন্দ চরণ।
শরণাগতের চিন্তনে বিলাবো প্রাণ,
আশ্রিতের দিও স্থান হে মধুসূদন।
যেন কাটিয়ে দিতে পারি তব সাধনে,
মোরে একটু বসতে দিও হৃদিকোণে।
ধ্যানে জ্ঞানে সদা রাখিও দাসেরে মনে,
তুমি রেখো সেবা অধিকারে তব চরণে।
দিবানিশি প্রার্থনা ঠাকুর সাড়া দিও,
সবকাজে নিজ ভেবে মার্জনা করিও।
আশির্বাদ শিরোধার্য নিত্য পথচলা,
পারঘাটাতে পার করিও ওগো ভোলা।
তাং- ০৪/১২/২৪ ইং