আমরা মানুষ
---------------------------------
----------শিব পদ রায়
আমরা মানুষ মানবতার সেবায়,
সত্যম শিবম সুন্দরম চেতনায়।
দুখী মানুষের মাঝে করি বিচরণ,
সদা মঙ্গল চিন্তা করবো সারাক্ষণ।
মনুষ্য দেহ ধারণে উপকারে আসি,
বাকি জীবন টুকু সবারে ভালবাসি।
স্নেহ ভক্তি প্রীতি রেখে যেন সদা চলি,
সুপথে সব সময় কৃষ্ণ কথা বলি।
সবারে ভালবাসো দেখ ঘুচবে কালো,
সব আঁধার দূর হবে জ্বলবে আলো।
পৃথিবীতে সব একই মায়ের সন্তান,
ধমণীর প্রবাহিত রক্ত লাল সমান।
মোরা একই সূত্রে গাইবো জয়গান,
যেথায় মিলেমিশে পাবো পরিত্রাণ।
মোরা ঝঞ্ঝার মত উদ্যম নিতে চাই,
মনুষ্যত্ব অর্জনে সবার চরণ পাই।
তাং- ২৩/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।