আমি গান ভালবাসি
-------------------------------
-------শিব পদ রায়
আমি নিরালায় গাইতে পছন্দ করি,
সুরে তালে ছন্দে মিশে মনের মাধুরী।
ভাটিয়ালি গানে ছড়িয়ে বাংলার প্রাণ,
সুরের মূর্ছনায় কি আদান প্রদান।
কি যে মধুর সুর লহরী গীত গন্ধে,
সংগীতে বাজে মনের বীণা নিত্যানন্দে।
অন্তরের মর্মবাণী প্রকাশিত হয়,
আত্মোপলব্ধিরই চিরন্তন প্রথায়।
গুনগুন করে মণিকোঠায় বাজনা,
লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এ ঠিকানা।
যাদের সাধন শুধু গান আর গান,
নামের প্রতি সুবিচার হয় তার ধ্যান।
সুললিত কন্ঠে লালিত স্বপ্নে বিভোর,
জীবনে উচ্চাসনে আসীন নিশিভোর।
অমিয় সুধা নি:সৃত হয় এই গানে,
স্রষ্টার প্রীতি বিধান প্রাপ্তি একমনে।
তাং- ১২/১২/২৪ ইং