আমার জন্মদিনে
------------------------------
----------শিব পদ রায়
আমার জন্মদিনে সবারে আমন্ত্রন,
সকলের প্রতি ভক্তি প্রীতি সম্ভাষণ।
ভালবাসায় প্রাণঢালা অভিনন্দন,
কনিষ্ট স্নেহ বড় প্রনাম নিবেদন।

সমবয়সী প্রতি শুভেচ্ছা অভিবাদন,
রইল একরাশ ফুলেল সম্বোধন।
সবারে করি মনের মত আলিঙ্গন,
ঈশ্বর যেন করেন সদিচ্ছা পূরণ।

আমারে যেন না করি প্রচার জগতে,
হেলা না করি যেন কাউকে কোন মতে।
হশ্রদ্ধাবনত চিত্তে চলতে পারি মিশে,
ভালবাসা শিরোধার্য হয় মোর পাশে।

পরিবার পরিজন নিয়ে থাকি ভালো,
আবাল বৃদ্ধ বণিতা দেয় নব আলো।
গান কবিতায় অনবদ্য এ জীবন,
জন্মদিনে এ আশাবাদ হয়গো পূরণ।
         তাং- ১৮/০১/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।