আলোর গোড়ায় অন্ধকার
------------------------------------
--------শিব পদ রায়
উপদেশ দিতে ব্যস্ত সবাই
কাজের বেলা নাই,
অপরের ত্রুটি ধরবে শুধু
সদা স্বীয় কসাই।
অন্যের ম্যানেজমেন্ট দেখেই
করে সমালোচনা,
নিজের ঘরে আপ্যায়ন করে
কার্পণ্য ষোল আনা।
বাহিরের বাড়ির কেল্লা শুনে
গল্পেতে মশগুল,
সংবাদ বিতরনে উঠে পড়ে
নৃত্যে নৃত্যে সাপ্লাই।
কথায় কথায় আদেশ জারী
কর্মে ফ্রি আওয়াজ,
গায়ে মানে না আপনি মোড়ল
মুশকিলে সমাজ।
এমন একদিন হবে তার
সেদিন দূরে নয়,
নাকে খত দিয়ে কাজ হবে না
ভুল শুধরাবার।
তাং- ১৮/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।