আলোকিত মানুষ
--------------------------------------
-------শিব পদ রায়
আলোকিত মানুষ হতে হলে
স্বীকার করো ত্যাগ,
নি:স্বার্থ উপকার করবে
নয়তো উপভোগ।
জীবনে অনেক কষ্ট করবে
সকলের তরে,
পরের জন্যে স্বার্থ দিয়া বলি
দাও মনটা ভরে।
মন উজার করে ভালবাসো
প্রাণাধিক প্রচেষ্টা,
সারাজীবন কেহ ভুলবে না
কর্তব্য কর্মে নিষ্ঠা।
উদারতা যার মধ্যে বিরাজ
সেতো সবারি হয়,
তার মত সুখ কোথাও আছে
জগৎ আলোকময়।
তাং-০৬/১২/২৪ ইং