অকৃত্রিম ভালবাসা
--------------------------------------
-------শিব পদ রায়
সন্তানের প্রতি মায়ের থাকে সুদৃষ্টি,
অকৃত্রিম ভালবাসা অনিন্দ্য সন্তুষ্টি।
এ যেন এক স্বর্গীয় প্রেম অনুভূতি,
আদরে স্নেহ লীলা অমিয় মহামুক্তি।
রক্তের বাঁধন অনন্ত মিলন মেলা,
ঘুম পাড়ানির গানে নিত্যলীলা।
জননীর কোমল হাতের স্পর্শ খানি,
দূর হয়ে যায় সব কষ্ট দু:খ গ্লানি।
দেখলে মায়ের মধুমাখা মুখচ্ছবি,
কেটে যায় মহাবিপদ বেদনা সবি।
তব মুখের বুলি লাগে সুধার মত,
বদন মলিন হলে ব্যথা পাই যত।
তোমার খেলাঘরে শিশুকাল কেটেছে,
আঁচল তলে অভয়ারণ্য লুকিয়েছে।
সারাদিন ধূলিমেখে অস্তাচলে ফিরে,
মা হাসিমুখে কোলে তুলে আদর করে।
তাং-০৩/০৩/২৫ ইং
তাং-০২/০৩/২৫ ইং