অকৃতজ্ঞ
------------------------------
-------শিব পদ রায়
পৃথিবীতে অকৃতজ্ঞ লোক কম নয়,
দিতে কৃপণতা তারা শুধু পেতে চায়।
উপকার স্বীকার করে না দাও দাও,
পাওয়ার আসে লাগে বাসনা পূরাও।
সুযোগ আসলে আগে তারে দিতে হবে,
ছাড় নয় প্রাপ্তটা তার অবৈধভাবে।
তীর্থের পাখির মতো ওত পেতে বসে,
কোন স্বার্থ কাজে লাগে শুধু দর কষে।
আরাম আয়েস করে প্রাপ্তি আগেভাগে,
সামান্য ত্রুটিতে গোষ্ঠী উদ্ধার স্বভাবে।
পাওনাটায় ঘাটতি হলে কেটে পড়ে,
বেকায়দায় ফেলে যে বসে নড়েচড়ে।
কৃতজ্ঞ মানুষ খুঁজে পাওয়া কঠিন,
ক্ষতিকারক খোঁজ করে সেই সুদিন।
বিশ্বাসী এখনও বর্ত দুনিয়া চলে,
অকৃতজ্ঞ ছেড়ে এসো মানুষের দলে।
তাং- ১১/০৬/২৪ ইং
শিরোমণি,ডুমুরিয়া, খুলনা।