একা যেতে হবে
----------------------------------
--------শিব পদ রায়
একা যেতে হবে পৃথিবী ছাড়ি
সংগে কেউ যাবে না,
যেমন করে এসেছি একাকী
কর্তব্য সম্পাদনা।

চক্ষু দিলো ভালো কিছু দেখিতে
কর্ণ কৃষ্ণকথনে,
হস্ত সুন্দর কর্ম করিবারে
পদ তীর্থ দর্শনে।

মুখ দিলো গীতামৃত চয়নে
কাঁধই আলিঙ্গনে,
নাক দিয়েছেন সুগন্ধি নিতে
জিহবা আস্বাদনে।

সুকর্ম করতে এই ধরায়
যতটুকু অর্জনে,
জপতপ হরিনাম কীর্তন
গোবিন্দের চরণে।

তোমার চরণে শরণাগত
দাস বানিয়ে নিও,
যাইবো একাকী তোমার নায়ে
পার করিয়ে দিও।

        তাং- ১৫/০৬/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া,খুলনা।