আজকাল লেখাপড়া
----------------------------------
-------শিব পদ রায়
আজকাল লেখাপড়া ইন্টারনেটমুখী,
যার আছে ব্যবহারিক জ্ঞান সে সুখী।
নেট দক্ষতা কাজে লাগিয়ে চলমান,
পড়ালেখায় অগ্রসর জীবনমান।
প্রাকটিক্যাল জ্ঞান ভাসে চক্ষুপাতায়,
গতানুগতিক পড়া ছিল মুখস্থবিদ্যায়।
এখন বিদ্যার্জন হাতে কলমে শিক্ষা,
প্রযুক্তিগত উদ্ভাবনেই হয় দীক্ষা।
মাল্টিমিডিয়ায় ক্লাস মনে গেঁথে যায়,
আনন্দেতে শিক্ষা দান পাঠ বিনিময়।
বিষয়ে দখল সে বিষয়ে পড়ানো হয়,
বুঝেশুনে হচ্ছে শিক্ষা স্নায়ুচাপ নয়।
পড়ুয়া নয় বরং বহুমুখী পদ্ধতি,
জানার অদম্য আকিঞ্চন লক্ষ্যে প্রাপ্তি।
গুগলে সার্চ অপূর্ব শিক্ষা সরঞ্জাম,
আজিকে পড়ালেখায় পূরে মনষ্কাম।
তাং- ০৪/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।