অহিংসা
-----------------------
---------শিব পদ রায়
অপরের সুখে ঈর্ষা করেন না যাঁরা,
কেউ ক্ষতি করলে তার কল্যানে তাঁরা।
অন্যের সুখ কামনায় সর্বদা চিন্তিত,
আনন্দিত হয়ে নিজে সর্বসুখ মনোনীত।
জাগতিক মঙ্গলে নিজেই নিয়োজিত,
এ হেন আচরণ ও মনোভাবে সন্তুষ্ট।
এই নৈতিক গুণটির নাম অহিংসা,
গুণী মানুষে করতে হবে প্রশংসা।
অহিংস ব্যক্তি সবারই শ্রদ্ধার পাত্র,
সেই মানবটি পৃথিবীর সবার মিত্র।
এ মানুষ সবার সম্মানে ভূষিত হন,
বড় হতে এঁদের কর অনুসরণ।
ছোট মনে কোন মহান কাজ হয় না,
তার থাকে সংকীর্ণ মনের ধারণা।
অন্য কারো উপকারে দেন উপদেশ,
সেই পরামর্শে ভালো কাটে সবিশেষ।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।