অহিংসা পরম ধর্ম
-----------------------------------
-------শিব পদ রায়
হিংসা পতনের মূল কারণ জানবে,
অহিংসা পরম ধর্ম হৃদ্যতা বাড়াবে।
বিদ্বেষ মারামারি হানাহানি ঘটায়,
মানুষের আত্মিক সম্পর্ক নষ্ট হয়।

ক্রোধ মানব ও মানবতা ধ্বংস করে,
শত্রুতা সৃষ্টি নাশকতা ছড়িয়ে পড়ে।
রাগ রেখো না অন্তরে খুলে দাও দ্বার,
পা বাঁধিয়ে গোল করো না রবে আঁধার।

সহ্যের অনেক গুণ সহিলে সম্পত্তি,
ধৈর্য্যহারা হলে পরে ঘটে যায় বিপত্তি।
সামান্য কথার ত্রুটি ক্ষণিকে বিপদ,
মানুষকে করে বিভ্রান্তি বাঁধে বিবাদ।

নরমে পাথর কাটে গরমে বিস্বাদ,
মনের অমিল হলে কটুক্তি উন্মাদ।
স্বচ্ছতা থাকাটা জীবনে খুব জরুরী
আনে যে সম্মান বেশি বেশি দরকারী।

উদার ব্যক্তির কাছে সকলে আত্মীয়,
শেখা যায় সহিষ্ণুতা সকলেরই প্রিয়।
স্বার্থ ত্যাজিয়া নি:স্বার্থে কাজ সুমহান,
অহিংসা পরম ধর্ম করবে বরণ।

       তাং- ১৬/১০/২৪ ইং
   চুকনগর,ডুমুরিয়া,খুলনা।