আঘাত
------------------------------
-------------শিব পদ রায়
দুর্বল চরিত্র যারা মনে ব্যথা দেয় তারা
অমানুষেরই পরিচয়,
মানুষ নামে কলঙ্ক সৃষ্টি করে সে আতঙ্ক
আনন্দে দিন কাটিয়ে যায়।
নিজেকে করে জাহির বিষ অন্তরে বাহির
নিজে যা বলে তাই সঠিক,
অন্যের কথা বিলীন যুক্তি তর্কে মূল্যহীন
সঙ্গ ছাড়ো তাকে শত ধিক।
কথা কম কর্ম বেশি বুদ্ধিমানে তা বিশ্বাসী
কর্তব্য পরায়নে সে বেশি,
মানুষ সে আচরণ করে তা অনুকরণ
সদ্ব্যবহারে ভীষণ খুশি।
আঘাত দিও না মনে ফেরত আসবে ক্ষণে
কেবলই অপেক্ষার পালা,
আসবে এক সুদিন সত্যটা উদঘাটন
ঈশ্বর করবে ফয়সালা।
যাকে বেশি টানো কাছে আঘাত পাবেগো পাছে
এটি চিরন্তন সত্য কথা,
ভাব বুঝে চলো তবে পৌঁছাবে তুমি গন্তব্যে
প্রমানেই মিলবে সত্যতা।
তাং- ১৪/০৩/২৪ ইং
চুকনগর ডুমুরিয়া, খুলনা।